কালচিনি থানা (Alipurduar) এলাকা ব্রাউন সুগার ব্যবসায়ীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ফের ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ।কালচিনি ব্লকের হাসিমারার ঘটনা।পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সফিকুল ইসলাম বলে এক জলপাইগুড়ি জেলার এক ব্যক্তিকে নাকা চেকিং চলাকালীন আটক করে পুলিশ।এরপর তল্লাশি চালাতেই তার থেকে উদ্ধার হয় প্রায় ৩০৮ গ্রাম ব্রাউন সুগার।তৎক্ষণাৎ অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ।এর পিছনে আরও কেউ যুক্ত থাকতে পারে বলেও অনুমান পুলিশের। পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে।
Alipurduar: ব্রাউন সুগার সহ গ্রেপ্তার একজন
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার