Breaking News

Alipurduar: বুথ সশক্তিকরন অভিযান বিষয়ক কর্মশালা বিজেপির

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: বুথ সশক্তিকরন অভিযান বিষয়ক কর্মশালা বিজেপিরবিজেপির (Alipurduar) আলিপুরদুয়ার জেলা কমিটির উদ্যোগে আলিপুরদুয়ার শহরে একটি বেসরকারি ভবনে রবিবার আয়োজিত হয় বুথ সশক্তিকরন অভিযান বিষয়ক কর্মশালা। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক ও শিলিগুড়ির বিধায়ক ডঃ শঙ্কর ঘোষ, আলিপুরদুয়ার এর সাংসদ মনোজ টিগগা, দলের আলিপুরদুয়ার জেলা সভাপতি মিঠু দাস, কালচিনির বিধায়ক বিশাল লামা সহ দলের অন্যান্য কার্যকর্তাগন। দলের জেলা সভাপতি জানান এদিন কর্মশালায় জেলার প্রতিটি বুথকে কিভাবে আরও শক্তিশালী করা যাবে সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।