আলিপুরদুয়ার জেলার মাদারীহাট (election ) বিধানসভা আসনের উপনির্বাচনে জয়ী হলেন (election ) তৃণমূল প্রার্থী জয় প্রকাশ টপ্পো। উল্লেখ্য চলতি মাসের তেরো তারিখ অনুষ্ঠিত হয়েছিল উপনির্বাচন। শনিবার এই আসনের ভোট গননা হয় আলিপুরদুয়ার কলেজ গননা কেন্দ্রে। গননা শেষে তৃণমূল প্রার্থী জয় প্রকাশ টপ্পো কে জয়ী ঘোষনা করে নির্বাচন কমিশন। জয় প্রকাশ টপ্পো ত্রিশ হাজারেরও বেশি ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রাহুল লোহার কে হারিয়ে দেন। এই জয় তৃণমূলের কাছে ছাব্বিশের জন্য অক্সিজেন। এই আসনটি দীর্ঘদিন ধরে বিজেপির দখলে ছিল তার আগে এই আসনটি ছিলো বামফ্রন্ট শরিক আর এস পির দখলে। তৃনমুল প্রার্থীকে জয়ী ঘোষনা করতেই দলের কর্মী সমর্থকরা সবুজ আবির মেখে উল্লাসে মেতে উঠেন। দলের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক জানান বিজেপির দখলে এই আসনটি দীর্ঘদিন ধরে থাকলেও বিজেপি বিধায়ক মাদারীহাটের উন্নয়ন ঘটাতে ব্যর্থ, মাদারীহাটবাসী একারনেই এলাকার উন্নয়ন এর স্বার্থে তৃণমূল প্রার্থীকে জয়ী করেছেন। এলাকার উন্নয়ন এর স্বার্থে তৃণমূল কাজ করবে বলে তিনি জানান।
election Alipurduar: মাদারীহাট বিধানসভা আসনের উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার