সোমবার (Alipurduar) বিকাল তিনটা নাগাদ আলিপুরদুয়ার জেলার বীরপাড়া চা বাগানের টুকরা জটেশ্বর ডিভিসন থেকে উদ্ধার হয় দশ ফুট লম্বা একটি বার্মিজ পাইথন। জানা গেছে এদিন বিকালে চা শ্রমিকরা পাইথনটিকে দেখতে পেয়ে চা বাগানের ম্যানেজারকে খবর দেন। ম্যানেজার খবর দেন বন দপ্তর এর বীরপাড়া বিটের কর্মীদের। খবর পেয়ে বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পাইথনটিকে উদ্ধার করে নিয়ে যান ও গভীর জঙ্গলে ছেড়ে দেন।
Alipurduar: বাগান থেকে উদ্ধার দশ ফুট লম্বা বার্মিজ পাইথন
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার