শনিবার , সেপ্টেম্বর 21 2024
Breaking News

Alipurduar: চা বাগানের বোনাস নিয়ে জটিলতা গেট মিটিং শুরু হয়েছে

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

পুজোতে (Alipurduar) চা শ্রমিকরা নতুন জামা কাপড় কিনতে পারবেন তো ? বোনাস নিয়ে জটিলতা কপালে ভাঁজ পড়েছে চা শ্রমিকদের ।(Alipurduar) চা বলয়ের শ্রমিকদের ২০% পুজো বোনাসের দাবিতে শুক্রবার সকাল থেকে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগানে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে গেট মিটিং এ সামিল হলো তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন ।(Alipurduar) শুক্রবার সকাল থেকে জেলার কালচিনি ব্লক এবং কুমারগ্রাম ব্লকের ফাঁসখাওয়া চুনিয়া চা বাগানে গেট মিটিংয়ে শামিল হলেন তৃণমূল সংগঠনের চা শ্রমিকরা।Alipurduar: চা বাগানের বোনাস নিয়ে জটিলতা গেট মিটিং শুরু হয়েছে

উল্লেখ্য উত্তরের চা বলয়ের শ্রমিকদের পুজো বোনাস দিয়ে গতকাল বৃহস্পতিবার কলকাতায় বেঙ্গল অফ চেম্বার কমার্সে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজিত হয় । সেই বৈঠকে মালিকপক্ষ থেকে জানানো হয় ৮.৫% বোনাস দেওয়া হবে কিন্ত সমস্ত শ্রমিক সংগঠন ২০% বোনাস প্রদানের দাবি জানান।‌ দীর্ঘ ছয় ঘণ্টা বৈঠক চলে কিন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় বৈঠক ভেস্তে যায়। আগামী ৫ ও ৬ অক্টোবর পূনরায় বোনাস বৈঠক ডাকা হয়েছে।এদিকে ২০% বোনাসের দাবিতে অনড় তৃণমূল,বিজেপি,বাম সহ সমস্ত রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনরা ।শুক্রবার সকালে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে প্রতিটি বাগানে চলছে গেট মিটিং । এদিন গেট মিটিং সামিল হয়েছে শ্রমিকরা । শ্রমিকরা স্পষ্ট জানান ২০% বোনাস তাদের লাগবেই। এদিন মালঙ্গী, ভার্ণাবাড়ি, কালচিনি, ডীমা, রায়মাটাং চুনিয়া ফাসখাওয়া সহ প্রায় প্রতিটি চা বাগানে গেট মিটিং আয়োজিত হয়। প্রতিবছর দুর্গাপূজার প্রাক্কালে চা বাগানে শ্রমিকদের বোনাস নিয়ে জটিলতা তৈরি হয় । মালিকপক্ষ সাড়ে আট শতাংশ বোনাস দিতে রাজি হয় কিন্তু শ্রমিক সংগঠনের দাবি কুড়ি শতাংশ বোনাসের। পুজোর বাকি আর ৩০ দিন। চা বাগানের শ্রমিকদের সন্তানরা এবার নতুন জামা কাপড় কিনতে পারবেন তো ? বোনাস সমস্যা না মিটলে কি করে তারা নতুন বস্ত্র কিনবেন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে চা বাগানের শ্রমিকদের সন্তানদের কাছে ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।