সম্প্রতি মহামান্য সুপ্রীম কোর্টের (Alipurduar) রায়ে রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মী তাদের চাকুরী হারিয়েছেন। চাকুরী হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের নিজ নিজ বিদ্যালয়ে সসম্মানে কাজে ফেরানোর দাবিতে শুক্রবার কোচবিহার শহরে মিছিল করলো চাকুরী হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের যৌথ মঞ্চ। এদিন সকাল থেকে চাকুরী হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা কোচবিহারের রাসমেলা ময়দানে জমায়েত হন। তারপর তারা মিছিল করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন। তারা জানান এদিন মূলত কয়েকটি দাবি সামনে রেখে মিছিল আয়োজিত হয়। দাবি গুলি হলো রাজ্য স্কুল সার্ভিস কমিশনকে ও এম আর শীটের মিরর ইমেজ পফকাশ করতে হবে ও সেটি সুপ্রীম কোর্টে জমা দিতে হবে , রাজ্য সরকার তথা রাজ্য স্কুল সার্ভিস কমিশন দ্রুত যোগ্য অযোগ্যদের তালিকার সার্টিফায়েড কপি প্রকাশ করে তা ওয়েবসাইটে ও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ করে তা সুপ্রীম কোর্টে জমা দিতে হবে, যোগ্যদের সসম্মানে তাদের কাজে ফিরিয়ে দেবার দায় সরকারকে নিতে হবে। তারা জানান তাদের দাবি আদায়ে আন্দোলন চলবে।
Alipurduar: চাকুরীহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের মিছিল কোচবিহারে
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper