চালতাতলা (Alipurduar) পেট্রোল পাম্পের কর্মী গুলিবিদ্ধ হওয়ার পর শুভঙ্কর পাল ও শংকর দাস কে গ্রেফতার করা হয়েছে আলিপুরদুয়ার জংশন এলাকা থেকে। শনিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন আলিপুরদুয়ারের এসডিপিও শ্রী নিবাস এম পি । উদ্ধার করা হয়েছে পিস্তল তিনটি গুলি সহ। গত সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ শুভঙ্কর পাল ছিনতাই এর উদ্দেশ্যে পাম্পে এসে পাম্পের কর্মী অজয় মণ্ডল ওরফে গুপীকে শুট আউট করেছিল। টাকা ছিনতাই এর উদ্দেশ্যেই তারা পেট্রোল পাম্পে গিয়েছিলেন। বাইকে থাকা তিনজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পুলিশের বিভিন্ন সোর্সের মাধ্যমে খবরের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। অপর জনকেও খুব শীঘ্রই গ্রেফতার করা হবে। তিনটি গুলি সহ পিস্তল উদ্ধার হয়েছে তাদের কাছ থেকে। এদিন এসডিপিও শ্রীনিবাস এমপির সঙ্গে ছিলেন ইন্সপেক্টর অভিষেক ভট্টাচার্য। অপর জন কে খুব শীঘ্রই গ্রেফতার করা হবে।
Alipurduar: চালতাতলা পেট্রোল পাম্পে শুট আউট ,গ্রেপ্তার দুই
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper