Breaking News

Alipurduar: চার মাস ধরে বেতন না পেয়ে পথ অবরোধ চা শ্রমিকদের

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: চার মাস ধরে বেতন না পেয়ে পথ অবরোধ চা শ্রমিকদেরআলিপুরদুয়ার (Alipurduar) জেলার মধু চাবাগানের শ্রমিকরা চার মাস ধরে তাদের প্রাপ্য বেতন না পেয়ে শনিবার হাসিমারা থেকে চা বাগানে যাবার রাজ্য সড়ক অবরোধ করে। শ্রমিকরা জানান গত চার মাস ধরে বাগান কর্তৃপক্ষ তাদের প্রাপ্য বেতন দিচ্ছেননা। পাশাপাশি মধু চা বাগানে কাজ না করিয়ে শ্রমিকদের কাজ দেওয়া হচ্ছে বেশ কিছুটা দূরের নিমতি চা বাগানে। নিজেদের বাগানে কাজ করতে দেওয়া ও বকেয়া বেতন দ্রুত প্রদানের দাবীতে শ্রমিকরা পথ অবরোধ করেন। পাঁচ ঘন্টা পথ অবরোধ চলার পর হাসিমারা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চা বাগানের ম্যানেজারকে খবর দিয়ে আসতে বলে। ম্যানেজার কল্লোল সেনগুপ্ত অবরোধ স্থলে এসে শ্রমিকদের আশ্বস্ত করেন জানুয়ারি মাসে শ্রম কমিশনারের দপ্তরে শ্রমিক সংগঠন গুলির প্রতিনিধি মালিকপক্ষ ও সরকারি প্রতিনিধিদের নিয়ে বৈঠক আয়োজিত করে সেখানে বিষয়গুলির নিষ্পত্তি করা হবে। এই আশ্বাসে শ্রমিকরা পথ অবরোধ তুলে নিয়ে ম্যানেজারকে দুহাজার পঁচিশের জানুয়ারি মাসের ছয় তারিখের মধ্যে বৈঠক আয়োজিত করার সময় সীমা বেঁধে দেন। তারা বলেন জানুয়ারি মাসের ছয় তারিখ এর মধ্যে তাদের দাবি গুলোর নিষ্পত্তি না হলে জানুয়ারি মাসের সাত তারিখ থেকে তারা ফের আন্দোলন শুরু করবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।