Breaking News

Alipurduar: ছিপড়া ঝুলন্ত ব্রীজ পরিদর্শন বনাধিকারীকের

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: ছিপড়া ঝুলন্ত ব্রীজ পরিদর্শন বনাধিকারীকেরবক্সা ব্যাঘ্র প্রকল্পের সাউথ রায় ডাক (Alipurduar) রেঞ্জের ছিপড়া বীট অফিস সংলগ্ন ঝুলন্ত ব্রীজ পরিদর্শন করলেন বনদপ্তরের বিভিন্ন কর্মকর্তা বুধবার বেলা দুটা নাগাদ। এদিন সাউথ রায়ডাক রেঞ্জের রেঞ্জার দেবাশীষ মন্ডল সহ বনদপ্তর এর উচ্চপদস্থ আধিকারিকরা ঝুলন্ত ব্রিজ সহ বিট অফিস পরিদর্শন করে গেছেন। ‌ বিট অফিস সংলগ্ন ঝুলন্ত ব্রীজ টি বেহাল অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে। এদিন পরিদর্শন করার পরেও বনদপ্তরের উচ্চপদস্থ আধিকারিক স্পষ্ট ভাবে ব্রীজ তৈরি নিয়ে কোন মন্তব্য করতে পারেননি । যদিও রাভা বস্তি এলাকার বাসিন্দারা জানিয়েছেন তাদের একমাত্র চলার রাস্তা ঝুলন্ত ব্রীজ আর এই ব্রীজে বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটার পরেই হয়তো বনদপ্তরের আধিকারিকদের টনক নড়বে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।