আলিপুরদুয়ার (Alipurduar) জেলার কুমারগ্রাম ব্লকের ভল্কা বারোবিশা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব চকচকা গ্রামে আতঙ্ক ছড়িয়েছে একটি চিতাবাঘ। জানা গেছে বুধবার সন্ধ্যারপর চিতাবাঘটি খাবারের খোঁজে এলাকায় প্রবেশ করে একজনের বাড়ির গোয়াল ঘর এর বেড়া ভেঙ্গে একটি গরুকে প্রায় দুশো মিটার দূরে টেনে নিয়ে যায়। বাড়ির মালিক টের পেয়ে চীৎকার চেঁচামেচি শুরু করেন ও তার চীৎকার চেঁচামেচি শুনে গ্রামবাসীরাও হৈ হৈ করে ছুটে আসেন । এত লোকের চীৎকার চেঁচামেচি শুনে চিতা বাঘটি গরুটিকে ফেলে রেখে পালিয়ে যায়। গ্রামবাসীরা খবর দেন বক্সা ব্যাঘ্র প্রকল্প পূর্ব বিভাগের ভল্কা রেঞ্জ অফিসে। খবর পেয়ে রেঞ্জের বন কর্মীরা পূর্ব চকচকা গ্রামে আসেন ও সমস্ত ঘটনা শুনে চারদিকে ঘুরে চিতাবাঘের পায়ের ছাপ দেখতে পান। বন কর্মীরা চিতাবাঘের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়ে গ্রামবাসীদের বলেন আগুন জ্বালিয়ে রাতে সতর্ক থাকতে। বৃহস্পতিবার সকাল থেকে মাইক বাজিয়ে সকলকে চিতাবঘের উপস্থিতি বিষয়ে সাবধান থাকতে প্রচার শুরু করে বন দপ্তর। বন কর্মীরা এলাকায় টহল দিচ্ছেন। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত চিতাবাঘটির সন্ধান পাননি বন কর্মীরা। তাদের অনুমান চিতাবাঘটি রায়ডাক দুই নম্বর নদীর পারে কোথাও লুকিয়ে আছে। গরুর মালিক জানান তিনি বৃহস্পতিবার চিতা বাঘের হানায় জখম গরুটিকে পশু হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। চিতাবাঘের উপস্থিতিতে ব্যপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
Alipurduar: চিতাবাঘের আতঙ্ক এলাকায়, চিতাবাঘের খোঁজে নজরদারি বনকর্মীদের
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার