Breaking News

Alipurduar: চিতাবাঘের হানায় আহত চা শ্রমিক

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: চিতাবাঘের হানায় আহত চা শ্রমিকবৃহস্পতিবার সকালে (Alipurduar) আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ভাতখাওয়া চা বাগানে চিতাবাঘের হামলায় আহত হলেন এক চা শ্রমিক। জানা গেছে চা বাগানের ১১/বি নম্বর সেকশনে এদিন সকালে একটি চিতাবাঘ আচমকাই হামলা চালায় এক চা শ্রমিকের উপর। চিতাবাঘের গর্জন ও আক্রান্ত শ্রমিকের ভয়ার্ত চীৎকার শুনে আশেপাশের মানুষজন ছুটে এলে চিতাবাঘটি চা শ্রমিককে জখম অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা আহত শ্রমিককে উদ্ধার করে লতাবাড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যান। আহত শ্রমিক বর্তমানে সেখানেই চিকিৎসাধীন। ঘটনায় ব্যপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।