শামুকতলা (Alipurduar) থানার ধারসী এলাকা থেকে প্রায় ১৫ সিএফটি চোরাই শাল কাঠ উদ্ধার করে সাউথ রায়ডাক রেঞ্জের বন কর্মীরা এমনটাই জানা গেছে বনকর্মীদের কাছ থেকে বুধবার বিকেল ছটা নাগাদ। এদিন বিকেল থেকে অভিযান চলে ধারসী এলাকায়। গাছ বাগানে লুকিয়ে রাখা চোরাই শাল কাঠ গুলো পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল এমনটাই মনে করছেন বনদপ্তরের কর্মীরা। চোরাই শাল কাঠের বাজার মূল্য কম করে ৫০ হাজার টাকা জানা গেছে বনদপ্তরের কর্মীদের কাছ থেকে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের সাউথ রায়ডাক রেঞ্জের অধীন ছিপড়া বিটের বিট অফিসার সুজিত বর্মনের নেতৃত্বে এই কাঠ গুলি উদ্ধার করা হয়।
Alipurduar: চোরাই কাঠ উদ্ধার বনদপ্তরের কর্মীদের
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার