চেপানী (Alipurduar) চৌপথি সংলগ্ন এলাকায় পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল খয়ের কাঠ। মুজুত করা খয়ের কাঠ উদ্ধার করে বনদপ্তরের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এমনটাই জানা গেছে সাউথ রায়ডক রেঞ্জের রেঞ্জার দেবাশীষ মন্ডল এর কাছ থেকে শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১৫ কুইন্টাল খয়ের কাঠ উদ্ধার হয়েছে যার বাজারদর কম করে ৬০ হাজার টাকা। শাল সেগুন সহ অন্যান্য কাঠের পর এবার খয়ের কাঠ পাচারে মনোযোগ দিয়েছেন পাচারকারীরা। বক্সার জঙ্গলে খয়ের কাঠের যথেষ্ট অভাব রয়েছে। তবে এই কাঠ কোথা থেকে এনে বাঁশ বাগানে মজুত করা হয়েছিল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে বনদপ্তরের কর্মকর্তাদের পক্ষ থেকে।
Alipurduar: চেপানী চৌপথী সংলগ্ন এলাকা থেকে খয়ের কাঠ উদ্ধার
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার