Breaking News

দূর্গম পাহাড়ী এলাকায় সরকারি পরিষেবা পৌছে দিতে উদ্যোগী আলিপুরদুয়ার জেলা প্রশাসন

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: দূর্গম পাহাড়ী এলাকায় সরকারি পরিষেবা পৌছে দিতে উদ্যোগী আলিপুরদুয়ার জেলা প্রশাসন alipurduar-district-administration-of-alipurduar-is-committed-to-provide-government-services-to-remote-hilly-areas-west-bengal-howrah-india-eiyug 3 DECEMBER 2022জেলার প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌছে দিতে বদ্ধপরিকর আলিপুরদুয়ার জেলা প্রশাসন। এই উদ্যোগকে সফল করার লক্ষ্যে আলিপুরদুয়ার এর জেলা শাসকের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি টিম শনিবার সকাল ছয়টায় আলিপুরদুয়ার থেকে যাত্রা শুরু করে পয়ষট্টি মিনিট পাহাড়ী পথে ট্রেকিং করে পৌঁছায় দূর্গম বক্সা পাহাড়ের চুনাভাটি গ্রামে। এই গ্রামে মূলত ডুকপা জনজাতি বসবাস করে। এদিন এই শিবির থেকে বিনামূল্যে এলাকাবাসীর স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ দেওয়া হয় এবং তাদের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র। জেলাশাসক জানান জেলার কোনো মানুষ যাতে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যেই এই উদ্যোগ। জেলাশাসকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।