আবগারি দপ্তরের (Alipurduar) আলিপুরদুয়ার শাখার কর্মীদের অভিযানে বীরপাড়া ব্লকের দলমোড় জঙ্গল থেকে উদ্ধার হলো প্রচুর পরিমান ভূটানী মদ। অভিযানে নেতৃত্ব দেন আবগারি দপ্তরের আলিপুরদুয়ার জেলার সুপারিন্টেন্ডেন্ট। জানা গেছে আবগারি দপ্তরে গোপন সুত্রে খবর আসে যে ধূসর রঙের একটি ছোট চার চাকার গাড়ি করে ভুটানের গোমটু থেকে প্রচুর পরিমান ভূটানী মদ ভারতে পাচার করা হবে। উল্লেখ্য ভূটানে তৈরি মদ অবৈধভাবে কর ফাঁকি দিয়ে ভারতের বাজারে নিয়ে আসে পাচারকারীরা। ভারতের বাজারে চড়া দামে সেগুলি বিক্রি করা হয়। মদ পাচারের খবর পেয়ে আবগারি কর্মীরা ভুটান থেকে ভারতে আসার সড়কের দলমোড় এলাকায় ওঁত পাতেন। সোমবার দুপুর দেড়টা নাগাদ উদ্দিষ্ট গাড়িটিকে তারা দেখতে পান। রাস্তায় আবগারি কর্মীদের অভিযানের আঁচ পেয়েই চালক গাড়িটি অন্যপথে ঘুরিয়ে দ্রুতগতিতে চলতে শুরু করে। আবগারি কর্মীরা গাড়িটির পিছু ধাওয়া করলেও গাড়িটি পালিয়ে যেতে সমর্থ হয়। আবগারি কর্মীরা কিছুদুর গিয়ে বুঝতে পারেন মদ বোঝাই গাড়িটি দলমোড় বৌদ্ধ গুম্ফার কাছাকাছি বাঁক নিয়ে দলমোড় জঙ্গলের দিকে চলে গেছে। । আবগারী কর্মীরা জঙ্গলের দিকে যান কিন্তু গাড়িটি দেখতে না পেয়ে জঙ্গলে তল্লাশী শুরু করেন। তল্লাশীতে তাদের নজরে আসে পাচারকারীরা গাড়ি থেকে মদের কার্টন গুলি জঙ্গলে ফেলে রেখে পালিয়ে গেছে। তারা উদ্ধার করেন ত্রিশ কার্টন ভুটানী বিয়ার ও ঊনত্রিশ কার্টন ভুটানী হুইস্কি। উদ্ধার করা সামগ্রী বাজেয়াপ্ত করে নিয়ে আসেন আবগারি কর্মীরা। জানা গেছে পলাতক পাচারকারী ও গাড়িটির সন্ধানে তদন্ত শুরু করেছে আবগারি দপ্তরের কর্মীরা।
Alipurduar: দলমোড় জঙ্গল থেকে উদ্ধার প্রচুর পরিমান ভূটানী মদ
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper