কুমারগ্রাম (Alipurduar) ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার শিবির পরিদর্শন করলেন কুমারগ্রামের বিডিও অবিনাশ কুমার, আই এ এস শিক্ষানবিশ।শনিবার দুয়ারে সরকার শিবিরে গিয়ে বিডিও বিভিন্ন দায়িত্বে থাকা কর্মীদের সাথে এবং দুয়ারে সরকার শিবিরে আসা সাধারন মানুষের সাথে কথা বলেন। বেশ কিছু সরকারি প্রকল্পের উপভোক্তাদের হাতে তুলে দেন শংসাপত্র। বিডিও জানান সরকারি প্রকল্পে নাম নথিভুক্তির আবেফন জানাতে সাধারণ মানুষের কোনো সমস্যা হচ্ছে কিনা ও সরকারি প্রকল্পের আবেদন পত্র জমা নেবার দায়িত্বে থাকা কর্মীদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেসব বিষয়ে খোঁজ খবর করতেই তার এই পরিদর্শন কর্মসূচি।
Alipurduar: দুয়ারে সরকার শিবির পরিদর্শনে বিডিও
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার