আলিপুরদুয়ার জেলা পুলিশের (Alipurduar) শামুকতলা থানার পুলিশ গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে থানা এলাকার হলদিবাড়ি মোড়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে আটক ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হয় দুটি ইম্প্রোভাইজড পিস্তল, চারটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি। আটক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। ধৃতের নাম সাইদুল হক, কোচবিহার জেলার চৌধুরীহাটের বাসিন্দা। ধৃত ব্যক্তি কোথা থেকে কি উদ্দ্যেশ্যে আগ্নেয়াস্ত্র সংগ্রহ করেছিলো এবং কোথায় নিয়ে যাচ্ছিলো সেসব বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
Alipurduar: দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার এক
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার