এক পাল হাতির তাণ্ডব (Alipurduar) চালালো রাতভর আর তাতেই ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে কয়েক লক্ষ টাকা। মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের বাকলা স্কুলডাঙ্গা, দক্ষিণ মহাকালগুড়ি, উত্তর মহাকালগুড়ি সহ বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। এমনটাই দেখা গেল ওই এলাকায় গিয়ে মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ। রাতভর দাপিয়ে বেড়িয়েছে একপাল হাতি। ছিপড়া জঙ্গল থেকে হাতি বের হয়ে লোকালয়ে তান্ডব চালায় ক্ষতিগ্রস্ত হয় কৃষকরা ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা এমনটাই দাবি করছেন কৃষকরা। আমন ধান ঘরে তোলার কাজ শেষের পথে কৃষকদের। বেশ কিছু জমিতে কাঁটা ধান রয়েছে আর সেই ধান লুটপাট করে তছনছ করে দিল হাতির পাল। এছাড়া বেগুন ক্ষেত আলু ক্ষেত লাউ খেত খাওয়ার পাশাপাশি তছনছ করে দিয়েছে রবিশস্যের ক্ষেতগুলি। মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ বনদপ্তরের কর্মকর্তারা বিভিন্ন এলাকায় গিয়ে ক্ষতির হিসেব করেন এবং এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। প্রতি নিয়ত হাতি বের হচ্ছে জঙ্গল থেকে। জঙ্গল থেকে হাতি বের হলেও প্রতিরোধ করার মত কোন পরিস্থিতি নেই বনদপ্তরের কর্মকর্তাদের। একদিকে কর্মীর অভাব অন্যদিকে জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে ফ্যান্সিং লাইন তৈরি হয়নি এখনো। যদিও বনদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন সরকারি আইন মেনে প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষককে কে ক্ষতিপূরণ দেওয়া হবে
Alipurduar: এক পাল হাতির তাণ্ডব ,ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা মহাকালগুড়িতে
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper