আলিপুরদুয়ার (Alipurduar) জেলার কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগান থেকে মঙ্গলবার সকালে একটি চিতাবাঘের মৃতদেহ উদ্ধার এর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চা বাগান ও লাগোয়া এলাকায়। জানা গেছে এদিন সকালে চা বাগানের নালায় চিতাবাঘের মৃতদেহটি পড়ে থাকতে দেখেন চা শ্রমিকরা। তারা ঘটনাটি চা বাগানের ম্যানেজারকে জানালে ম্যানেজার বন দপ্তরের মাদারীহাট রেঞ্জে খবর দেন। খবর পেয়ে রেঞ্জার ও বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তারা মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যান। বন দপ্তর সূত্রে জানানো হয় চিতাবাঘটির মৃত্যুর সঠিক কারন জানতে মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সোঠিক কারন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
Alipurduar: একটি চিতাবাঘের মৃতদেহ উদ্ধার এর ঘটনায় চাঞ্চল্য এলাকায়
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার