Breaking News

Alipurduar: একটি সেতু ও একটি রাস্তার কাজের শুভ সূচনা করলেন বিধায়ক

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Alipurduar: একটি সেতু ও একটি রাস্তার কাজের শুভ সূচনা করলেন বিধায়কজলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকে একটি সেতু ও (Alipurduar) একটি রাস্তার কাজের শুভ সূচনা করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। মঙ্গলবার এই কাজ দুটির শুভ সূচনা করে বিধায়ক জানান শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সুকাতি নদীর উপর চব্বিশ মিটার লম্বা এবং সাড়ে পাঁচ মিটার চওড়া একটি জয়েস্ট ব্রিজ ও ঐ গ্রাম পঞ্চায়েতের
মাঝাবাড়ি এলাকায় প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ একটি পেভার ব্লকের রাস্তার কাজের শুভ সূচনা হলো। সেতু ও রাস্তা নির্মানের জন্য এলাকাবাসী দাবি জানিয়েছিলেন। রাস্তা ও সেতু নির্মানের কাজ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে হবে। সেতু নির্মানের জন্য দু কোটি ঊনত্রিশ লক্ষ টাকা ও রাস্তা নির্মানের জন্য দু কোটি ছেচল্লিশ লক্ষ টাকা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর করেছে। উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালী দে সরকার, শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভা কুজুর, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি পূর্ণিমা রায় দাস সহ অন্যান্যরা। সেতু ও রাস্তার কাজের সূচনা হওয়ায় খুশী বাসিন্দারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।