মহাসপ্তমীর সকালে বাংলার আপামর জনতা যখন কলাবউ স্নান করিয়ে মেতে উঠেছে দেবী দূর্গার মহাসপ্তমী পুজোয় তখন পাহাড় থেকে সমতলের নেপালী সম্প্রদায়ের আবাল বৃদ্ধ বনিতা মেতে উঠেছেন ফুলপাতি শোভাযাত্রায়। এটি নেপালী সম্প্রদায়ের এই বড় উৎসব। মহাসপ্তমীর দিন সকালে নেপালী সম্প্রদায়ের আবাল বৃদ্ধ বনিতা তাদের নিজস্ব সংস্কৃতি কে তুলে ধরেন। নিজস্ব পোশাকে সজ্জিত হয়ে নিজেদের বাদ্যযন্ত্র সহ তারা শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রায় থাকে একটি ফুলের ডালি বা ডোলি। এটি পালকির মতো করে কাঁধে বহন করা হয়। সাধারন মানুষ সেই ডোলিতে ফুল নিবেদন করেন। শোভাযাত্রায় চলতে থাকে নেপালী সম্প্রদায়ের নিজস্ব নাচ ও গান। সংগৃহীত ফুল মন্ডপে পূজিতা দেবী দূর্গার চরনে নিবেদন করে শেষ হয় এই শোভাযাত্রা। শোভাযাত্রা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বার্তা দেওয়া হয়।
Alipurduar: পাহাড় থেকে সমতলের নেপালী সম্প্রদায়ের আবাল বৃদ্ধ বনিতা মহাসপ্তমীর দিন মেতে উঠলেন ফুলপাতি শোভাযাত্রায়
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার