বৃহস্পতিবার , আগস্ট 28 2025
Breaking News

Alipurduar: ঘরঘরিয়া বাজারে আগুনে পুড়ে ছাই পাঁচটি দোকান

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: ঘরঘরিয়া বাজারে আগুনে পুড়ে ছাই পাঁচটি দোকানভয়াবহ অগ্নিকান্ডে ৫ টি দোকান (Alipurduar) পুড়ে ছাই। রাত প্রায় ১ টা নাগাদ আলিপুরদুয়ার ১নং ব্লকের অন্তর্গত ঘরঘরিয়া বাজারে আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় পাঁচটি দোকান।খবর পাওয়ার মাত্রই ঘটনাস্থলে পৌঁচ্ছে দমকল ও পুলিশ। প্রশাসন ও দমকল বিভাগকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সমীর ঘোষ ও পৌঁছে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং উদ্ধার কাজে হাত লাগান। আলিপুরদুয়ার দমকলের ওসি ভাস্কর রায় বলেন,আলিপুরদুয়ার থেকে ২ টি ইঞ্জিন একঘন্টার চেষ্টায় আগুন আয়ত্বে আনে।কি কারনে আগুন লাগছে তা খতিয়ে দেখছে দমকল।ক্ষতির পরিমান ও খতিয়ে দেখছে দমকল।তৃনমূল ছাত্র পরিষদ ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ী দের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়ে এসেছেন । অন্যদিকে আলিপুরদুয়ারে প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সরকারি সাহায্য দেওয়ার জন্য বলেছেন। তিনি জানিয়েছেন ২০১৯ সালে ঝড়ের ক্ষতিগ্রস্ত হয়েছিল এই ব্যবসায়ীরা। ২০২৫ সালে আগুনে পুড়ে ছাই হয়ে গেল তাদের দোকান। ‌

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।