Breaking News

Alipurduar: বোনাসের দাবীতে গেট মিটিং চা শ্রমিকদের

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: বোনাসের দাবীতে গেট মিটিং চা শ্রমিকদের পুজোর বাকি মাত্র কয়েকদিন। এখনও বোনাসের টাকা হাতে পাননি আলিপুরদুয়ার জেলার মাদারীহাট ব্লকের জয়শ্রী চা বাগানের শ্রমিকরা। বোনাসের টাকা হাতে না পেয়ে তারা শনিবার চা বাগানের গেটে গেট মিটিং করে বিক্ষোভ প্রদর্শন করেন। সিটু নেতা শংকর দাস জানান বোনাস চুক্তি অনুযায়ী পুজোর কুড়ি দিন আগেই বোনাসের টাকা শ্রমিকদের পাবার কথা। কিন্তু পুজোর মাত্র কয়েকদিন বাকী এখনও শ্রমিকরা তাদের টাকা পাননি। চা বাগানের ম্যনেজার জানান বোনাসের টাকা শ্রমিকদের ব্যাংক একাউন্টে জমা করা হয়েছে কিন্তু লিংক সমস্যার কারনে সে টাকা তাদের একাউন্টে জমা পড়েনি। শ্রমিকদের বিক্ষোভের মধ্যেই ম্যানেজার পালদেন জানান ছাব্বিশ তারিখ সোমবার সকালে বোনাসের টাকা তিনি নগদে মিটিয়ে দেবেন। এই আশ্বাস পেয়ে শ্রমিকরা তাদের বিক্ষোভ তুলে নেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।