প্রায় হাজার (Alipurduar) লিটার চোলাই তৈরির উপকরণ নষ্ট করে দিল শামুকতলা থানার পুলিশ ময়নাবাড়ী এলাকা থেকে। এমনটাই জানিয়েছেন শামুকতলা থানার ওসি জগদীশ রায় শুক্রবার রাত সাড়ে সাতটা নাগাদ। হোলির দিনে দুপুর থেকে পুলিশ অভিযান শুরু করে। রাত সাতটা পর্যন্ত অভিযান চলে তাদের। শামুকতলা থানার ওসি জগদীশ রায় জানিয়েছেন শামুকতলা থানার পুলিশ এবং হাতিপোতা ফাঁড়ির পুলিশ যৌথভাবে অভিযানে নামে। রং খেলার আগের দিনে ব্যাপক সাফল্য মিলেছে তাদের। শামুকতলা থানার ওসি জগদীশ রায় জানিয়েছেন শনিবারেও অভিযান চলবে।
Alipurduar: হাজার লিটার চোলাই তৈরির উপকরণ নষ্ট করল পুলিশ
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার