আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের পূর্ব চিকলিগুড়িতে শুক্রবার উদ্বোধন হলো জল স্বপ্ন প্রকল্পের। এদিন প্রকল্পটির উদ্বোধন করেন আলিপুরদুয়ার এর প্রাক্তন বিধায়ক ও বর্তমানে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ডক্টর সৌরভ চক্রবর্তী। তিনি জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলার বাসিন্দাদের সুস্বাস্থ্যের লক্ষ্যে প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য এই প্রকল্প ঘোষনা করেছেন। এই প্রকল্পে পূর্বচিকলিগুড়ি ও লাগোয়া এলাকার কয়েক হাজার বাসিন্দার বাড়িতে পরিশ্রুত পানীয় জল নলের মাধ্যমে সরবরাহ করা হবে। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী, সমাজসেবী লিয়স কুজুর সহ এলাকার বিশিষ্টজনেরা।
Alipurduar: জল স্বপ্ন প্রকল্পের উদ্বোধন পূর্ব চিকলিগুড়িতে
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার