আলিপুরদুয়ার জেলার মাদারীহাট বীরপাড়া ব্লকে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে একটি পঞ্চাশ শয্যার নতুন হাসপাতাল ভবন নির্মাণকাজের সূচনা করলেন আদিবাসী কল্যাণ মন্ত্রী বুলু চিক বরাইক। মন্ত্রী বুলু চিক বরাইক নির্মান কাজের সূচনা করে জানান এই ভবনটি নির্মানে ব্যয় হবে ছয় কোটি টাকা। ভবনটি নির্মিত হলে চা বলয়ের আরও অধিক সংখ্যক মানুষকে চিকিৎসা পরিষেবা প্রদান করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। ভবন নির্মান কাজের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী প্রকাশ চিক বরাইক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন।
Bulu Chik Baraik Alipurduar: পঞ্চাশ শয্যার নতুন হাসপাতাল ভবন নির্মাণকাজের সূচনা করলেন আদিবাসী কল্যাণ মন্ত্রী বুলু চিক বরাইক
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার