মার্চ মাসের আট তারিখ (International Women’s Day) আন্তর্জাতিক নারী দিবস রূপে পালিত হয় প্রতিবছর। শুক্রবার এই দিবসের প্রাক্কালে আলিপুরদুয়ার জেলা প্রশাসন ফালাকাটার কাদম্বিনী চা বাগানের মহিলা শ্রমিকদের মাঝে মিশন নির্মল বাংলা প্রকল্পে স্বচ্ছতার বার্তা দিলো। লোক শিল্পীর গানের মাধ্যমে শ্রমিক মহল্লার মহিলা শ্রমিকদের স্বচ্ছতার বার্তা দেওয়া হয়। নিজে পরিষ্কার থাকুন,নিজের বাড়ি ঘড় পরিষ্কার রাখুন, অন্যকেও পরিষ্কার থাকার বার্তা দিয়ে পরিবেশকে স্বচ্ছ ও নির্মল রাখা,প্লাস্টিক বর্জন,যত্র তত্র আবর্জনা না ফেলা, পরিবেশ রক্ষায় গাছ লাগানো প্রভৃতি বিষয়ে বার্তা দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
International Women’s Day: আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে স্বচ্ছতার প্রচার জেলা প্রশাসনের উদ্যোগে
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার