পশ্চিমবঙ্গ সরকারের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন শনিবার আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের খোয়াড়ডাঙ্গা এক নম্বর ও কামাখ্যাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এবং কালচিনি ব্লকের দলসিংপাড়া এলাকা পরিদর্শন করেন। কামাখ্যাগুড়ি ও খোয়াড়ডাঙ্গা এলাকার সাধারন মানুষের সাথে কথা বলেন। এই দুই এলাকা পরিদর্শন করে মন্ত্রীদ্বয় জানান আরও বেশী করে কৃষি জমিতে সেচের ব্যবস্থা করার উদ্দ্যেশ্যেই তারা এলাকাদুটি পরিদর্শন করলেন। সাথে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী, তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক, কুমারগ্রাম থানা সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ দুলাল দে সহ ব্লক ও অঞ্চল স্তরের নেতৃত্ব। অপরদিকে কালচিনি ব্লকের দলসিং পাড়ায় তোর্সা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে মন্ত্রীরা জানান নদী ভাঙ্গন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে। এখানে তাদের সাথে ছিলেন সেচ দপ্তরের আধিকারিকগন।
Alipurduar: আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ও কালচিনি ব্লকের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার