পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের (Ishwar Chandra Vidyasagar) দুশো পাঁচতম জন্ম জয়ন্তী উদযাপিত হলো বারোবিশা বালিকা বিদ্যালয়ে। বৃহস্পতিবার বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী মঞ্চে এই উপলক্ষে আয়োজিত হয় বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা পরিবেশিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মালা ও পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন এলাকার প্রবীণ শিক্ষাবিদ সুভাস নাথ। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি রাজীব তিরকি সহ অন্যান্য সদস্যগন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা তপতী সরকার জানান এদিন বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ কর্মসূচি ও আয়োজিত হয়। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলো ছাত্রীদের ফুড স্টল। এখানে ছাত্রীরা বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি করে প্রদর্শনী করে। ছিলো বস্ত্র বিনিময় কেন্দ্র। দরিদ্র ছাত্রীরা তাদের প্রয়োজনীয় বস্ত্র বিনামূল্যে এই কেন্দ্র থেকে সংগ্রহ করতে পারবে বলে জানান বিদ্যালয় এর শিক্ষিকাগন। দিন ভর আলোচনা ও নৃত্য গীত পরিবেশন এর মাধ্যমে যথাযথ মর্যাদায় দিনটি উদযাপন করা হয়।
Ishwar Chandra Vidyasagar: পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্ম জয়ন্তী উদযাপিত হলো বারোবিশা বালিকা বিদ্যালয়ে
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper