জাল নথি দেখিয়ে (alipurduar)কয়লা পাচারের অভিযোগে বুধবার দুই ট্রাক চালককে গ্রেপ্তার করলো কুমারগ্রাম থানার বারোবিশা ফাঁড়ির পুলিশ। জানা গেছে অসম বাংলা সীমানার পাখড়িগুড়ি নাকা চেকিং পয়েন্টে কয়লা বোঝাই ট্রাক দুটি আটম করে নথিপত্র দেখতে চায় পুলিশ। চালক দুজন যে নথিপত্র পুলিশকে দেন তা দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ নথিপত্র পরীক্ষা করে বুঝতে পারে নথিগুলি জাল। চালকরা জাল নথি দেখিয়ে কয়লা পাচারের চেষ্টা করছিলো। পুলিশ দুই চালককে গ্রেপ্তার করে ও ট্রাক দুটি বাজেয়াপ্ত করে। ধৃতদের নাম সারিফ খান ও ইমরান খান, দুজনেই রাজস্থানের বাসিন্দা। তারা অসম থেকে কয়লা বোঝাই করে বিহার যাচ্ছিলো। ধৃতদের আলিপুরদুয়ার আদালতে পেশ করা হলে আদালত তদন্তের স্বার্থে ধৃতদের পাঁচদিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
Alipurduar: জাল নথি দেখিয়ে কয়লা পাচার এর অভিযোগে গ্রেপ্তার দুই ট্রাক চালক, বাজেয়াপ্ত দুটি ট্রাক
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার