Breaking News

Alipurduar: জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে নতুন ভোটারদের নিয়ে অনুষ্ঠান জেলাপ্রশাসনের উদ্যোগে

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে নতুন ভোটারদের নিয়ে অনুষ্ঠান জেলাপ্রশাসনের উদ্যোগেআলিপুরদুয়ার (Alipurduar) জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে শনিবার জেলা প্রশাসনের সদর দপ্তর ডুয়ার্স কন্যায় আয়োজিত হয় নতুন ভোটারদের নিয়ে এক অনুষ্ঠান। শনিবার সকাল দশটায় ডুয়ার্স কন্যার ৬০২ নম্বর কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক আর বিমলা, অতিরিক্ত জেলা শাসক নির্বাচন ও বেশ কয়েকজন নতুন ভোটার। অনুষ্ঠানে নতুন ভোটারদের ভোটদান পদ্ধতি বিষয়ে পাঠদান করান জেলাশাসক। তাদেরকে শেখানো হয় ” ভোটের মতো কিছু নাই, ভোট আমি দেবো ভাই। “নতুন ভোটারদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন করে তাদের হাতে উপহার তুলে দেন জেলাশাসক। নতুন ভোটাররা গনতান্ত্রিক ব্যবস্থায় ভোটদানের গুরুত্ব সম্পর্কে জানতে পেরে খুশি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।