Breaking News

Alipurduar: আলিপুরদুয়ার জেলা জুড়ে পর্যটনের উন্নয়ন এর লক্ষ্যে বৈঠক

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: আলিপুরদুয়ার জেলা জুড়ে পর্যটনের উন্নয়ন এর লক্ষ্যে বৈঠকআলিপুরদুয়ার (Alipurduar) জেলা জুড়ে পর্যটনের ব্যপক উন্নয়ন ঘটানোর লক্ষ্যে বুধবার আলিপুরদুয়ার সার্কিট হাউসে এক বৈঠক আয়োজিত হয়। বঈঠকে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক, আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব, শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী, আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর, আলিপুরদুয়ার এর জেলাশাসক আর বিমলা, পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, আর টিও সদস্য তুষার চক্রবর্তী সহ অন্যান্যরা। সাংসদ প্রকাশ চিক বরাইক জানান এদিন আলিপুরদুয়ার জেলার পর্যটন কেন্দ্রগুলি নিয়ে আলোচনার পাশাপাশি সম্ভাব্য পর্যটক আকর্ষনের স্থান গুলিতে পর্যটন কেন্দ্র গড়ে তোলা, পর্যটকদের আকৃষ্ট করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা, পর্যটন কেন্দ্রগুলি কে প্রচারের আলোয় নিয়ে আসা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।