শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

Alipurduar: আলিপুরদুয়ার জেলা জুড়ে স্কুল বাস পরিদর্শন পুলিশের

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: আলিপুরদুয়ার জেলা জুড়ে স্কুল বাস পরিদর্শন পুলিশের আলিপুরদুয়ার জেলা পুলিশের (Alipurduar) উদ্যোগে শনিবার জেলার সর্বত্র বেসরকারি স্কুলগুলির স্কুলবাস, পুল কারগুলি পরিদর্শন করা হয়। পুলিশ সূত্রে জানানো হয় স্কুল বাস সহ পুলকার গুলির ফিটনেস,গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র, চলকের ড্রাইভিং লাইসেন্স সব ঠিক আছে কিনা তা এক্সিন পরীক্ষা করে দেখা হয়। চালকদের ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর জন্য বলা হয়। স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের ও সচেতন করা হয়। উদ্দ্যেশ্য স্কুল পড়ুয়াদের নিরাপত্তা প্রদান ও নিরাপদ পরিবহন। স্কুল বাস ও পুল কার গুলির সিট বিন্যাস, সিটে সিট বেল্ট লাগানো আছে কিনা, সিটিং ক্ষমতার বেশী পড়ুয়া পরিবহন না করা, ফার্স্ট এইড বক্স গাড়িতে রাখা, গাড়িতে পড়ুয়াদের দেখভালের জন্য সহকারি রাখা এসব বিষয়েও গাড়ি চালক ও স্কুল কর্তৃপক্ষ কে নজর দিতে বলা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয় স্কুল পড়ুয়াদের নিরাপত্তা প্রদান এই অভিযানের মূল লক্ষ্য।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।