আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত রাইনো কাপ ২০২২ ভলিবল টুর্নামেন্ট শেষ হলো সোমবার। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে জেলার মোট চুরান্নব্বইটি ভলিবল টিম অংশগ্রহণ করে। সোমবার আলিপুরদুয়ার এর যুব সংঘ ও ফালাকাটার রেমন্ড মেমোরিয়াল সেভেন এর মধ্যে চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়। এই খেলায় যুব সংঘ জয়ী হয়। জয়ী ও রানার্স দলের হাতে কাপ সহ পুরস্কার তলে দেন আলিপুরদুয়ার এর জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা। উপস্থিত ছিলেন পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, বিশিষ্ট সমাজসেবি প্রকাশ চিক বরাইক সহ বিশিষ্ট ব্যক্তিগন।
আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে ভলিবল টুর্নামেন্ট
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার