সারা দেশের (Alipurduar) পাঁচশো আটটি রেল স্টেশন কে আধুনিকিকরন করা হবে। রবিবার সকাল নয়টার সময় এই আধুনিকিকরন কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি, নিউ আলিপুরদুয়ার, ফালাকাটা, দলগাও এবং হাসিমারা এই পাঁচটি স্টেশন এই আধুনিকিকরন করা হবে। এদিন এই স্টেশনগুলিতে আয়োজিত হয় ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর পূর্ব সীমান্ত রেলের আধিকারিকগন, স্থানীয় বিধায়কগন সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে সংশ্লিষ্ট স্টেশন এলাকার স্কুলের ছাত্র ছাত্রীরা পরিবেশন করে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি। স্টেশনগুলির আধুনিকিকরন এর খবরে খুশী স্থানীয় বাসিন্দারা।
Alipurduar: আলিপুরদুয়ার জেলার পাঁচটি রেল স্টেশন কে আধুনিকিকরন করার কাজের ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার