পশ্চিমবঙ্গ সরকারের (Alipurduar) উদ্যান পালন দপ্তরের আলিপুরদুয়ার জেলা শাখা জেলার বিদ্যালয়গুলিতে উন্নত প্রজাতির পেঁপে চারা বিতরন কর্মসূচি শুরু করলো মঙ্গলবার থেকে। জানা গেছে জেলার মোট এক হাজার ছয়শো সত্তরোটি প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে ছাব্বিশ হাজার পেঁপে চারা বিতরন করা হবে। উদ্দ্যেশ্য বিদ্যালয়গুলির মিড ডে মিল প্রকল্পের কিচেন গার্ডেন গুলিতে পেঁপেঁ গাছ লাগিয়ে মিড ডে মিলে খরচের সাশ্রয় করা।
Alipurduar: আলিপুরদুয়ার জেলার বিদ্যালয় গুলিতে পেঁপেঁ চারা বিতরন শুরু করলো রাজ্য সরকারের উদ্যান পালন দপ্তর
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার