বুধবার , জানুয়ারি 8 2025
Breaking News

Alipurduar: কোহিনুর চা বাগানকে কাঠ চোরেরা ডেরা বানিয়েছে

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: কোহিনুর চা বাগানকে কাঠ চোরেরা ডেরা বানিয়েছেকোহিনুর চা বাগানে (Alipurduar) অভিযান চালিয়ে দুটি গামারি গাছের গোলাই উদ্ধার করল বনকর্মীরা এমনটাই জানা গেছে বন কর্মীদের কাছ থেকে সোমবার বিকেল চারটে নাগাদ। চোরাই কাঠ ব্যবসায়ীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে কোহিনূর চা বাগান এলাকা। কোহিনুর এবং ধওলাঝোড়া চা বাগানের পাশেই অবস্থিত গভীর জঙ্গল। জঙ্গল থেকে গাছ কেটে এনে অনায়াসেই চা বাগানে লুকিয়ে রাখা যায়। সোমবার বেলা বারোটা থেকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের সাউথ রায়ডাক রেঞ্জের অধীন রায়ডাক ও ছিপড়া বীটের বন কর্মীরা অভিযান শুরু করেন চা বাগান এলাকায়। ঘন্টা চারেক অভিযান চালিয়ে দুটি গামারী গাছের গোলাই উদ্ধার করে বনদপ্তর এর কার্যালয়ে নিয়ে আসেন বিকেল চারটে নাগাদ। প্রায় ১২ সিএফটি কাঠ রয়েছে এই দুইটি গোলাই এ। ছিপড়া বিটের বিট অফিসার সুজিত বর্মনের নেতৃত্বে এদিন এই অভিযান করা হয়েছে। ‌

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।