আলিপুরদুয়ার (Alipurduar) জেলার কুমারগ্রাম ব্লকের ভল্কা বারোবিশা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। বৃহস্পতিবার আলিপুরদুয়ার থেকে সড়কপথে মন্ত্রী বন্যা বিধ্বস্ত এলাকায় আসেন। তার সাথে ছিলেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক, আলিপুরদুয়ার এর জেলাশাসক আর বিমলা সহ অন্যান্য আধিকারিকগন। এদিন পঞ্চায়েত মন্ত্রী এলাকার বন্যা কবলিত বাসিন্দাদের সাথে কথা বলেন। বন্যায় এই এলাকায় প্রচুর জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে। মন্ত্রী এদিন ক্ষতিগ্রস্ত কৃষকদের উচ্চ ফলনশীল ফসলের বীজ ও সার তুলে দেন।
Alipurduar: কুমারগ্রাম ব্লকের ভল্কা বারোবিশা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বন্যা বিধ্বস্ত এলাকায় পঞ্চায়েত মন্ত্রী
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper