Breaking News

Leopard: বিন্নাগুড়ি চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় বন্দী চিতাবাঘ

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Leopard: বিন্নাগুড়ি চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় বন্দী চিতাবাঘডুয়ার্সের (Leopard) বিন্নাগুড়ি চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় শুক্রবার রাতে বন্দী হলো একটি চিতাবাঘ। কয়েকদিন ধরেই চিতাবাঘটি বিন্নাগুড়ি চা বাগানে হানাদারি চালাচ্ছিলো। চিতার হানায় এক চা শ্রমিক আহত হয়। চিতাবাঘটি রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে চা বাগানে। খবর পেয়ে বন দপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড চা বাগানে যায় চিতাবাঘটিকে ধরার জন্য বুধবার রাতে চা বাগানে খাঁচা পাতেন বন কর্মীরা। শুক্রবার রাতে সেই খাচায় বন্দী হয় চিতাবাঘটি। শনিবার সকালে বাগানের শ্রমিকরা কাজে যাবার সময় চিতাবাঘের গর্জন শুনতে পেয়ে খাঁচার সামনে গিয়ে বন্দী চিতাবাঘটিকে দেখতে পেয়ে বন কর্মীদের খবর দেন। খবর পেয়ে বন দপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড এর কর্মীরা চা বাগানে যান ও খাঁচা শুদ্ধ চিতাবাঘটিকে নিয়ে আসেন। তারা জানান চিতাবাঘটির স্বাস্থ্য পরীক্ষার পর ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। চিতাবাঘটি ধরা পড়ায় আতঙ্কমুক্ত হয়েছেন চা বাগানের শ্রমিকরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।