Breaking News

Alipurduar: লোকালয়ে বাঘদাশা খাটাসের মৃত্যু ঘিরে চাঞ্চল্য

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: লোকালয়ে বাঘদাশা খাটাসের মৃত্যু ঘিরে চাঞ্চল্য বনবিড়াল জাতীয় (Alipurduar) একটি বন্য জন্তুকে নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে টটপাড়া জলের পাম্প সংলগ্ন এলাকায় শনিবার বেলা বারোটা নাগাদ। ‌ এলাকার বাসিন্দা সজল সরকারের বাড়িতে এই বন্য জন্তুটিকে দেখতে পান তার পরিবারের লোকেরা। যদিও তখন জন্তুটি জীবিত ছিল। এরপরেই কিছুক্ষণের মধ্যেই বন্য জন্তুটির মৃত্যু হয় তার বাড়িতেই। বন্য জন্তুর কথা শোনার পরেই ঘটনাস্থলে ছুটে আসে সাউথ রায়ডাক রেঞ্জের বন কর্মী এবং গদাধর বিটের বন কর্মীরা। মৃত বন্য জন্তুটিকে সাউথ রায়ডাক রেঞ্জের ছিপড়া বিটের ভারপ্রাপ্ত বিট অফিসার জয়ন্ত সরকার রাজা ভাত খাওয়া বন দপ্তরের কার্যালয় নিয়ে যান ময়নাতদন্তের জন্য। সাউথ রায়ডাক রেঞ্জের রেঞ্জার দেবাশীষ মন্ডল জানিয়েছেন বন বিড়াল জাতীয় এই যন্ত্রটির নাম বাঘদাসা খাটাশ। বিরল প্রজাতির এই জন্তুটি কোথা থেকে লোকালয়ে এসে ঢুকে গেছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।