১৮ গ্রাম সানফ্লাওয়ার সহ দুজনকে (Alipurduar) গ্রেফতার করে আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠিয়েছে শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ সোমবার বেলা একটা নাগাদ। শামুকতলা রোড ফাঁড়ির ওসি সঞ্জীব মোদক জানিয়েছেন রবিবার রাত দশটা নাগাদ গোপন খবরের ভিত্তিতে একত্রিশ নম্বর জাতীয় সড়কের চেপানী চৌপথি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে কুমারগ্রাম থানার দক্ষিণ রামপুর এলাকার যুবক সুজিত বর্মন এবং কোচবিহার জেলার নাজিরান দেওতি খাতা এলাকার যুবক বিপ্লব দাস কে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৮ গ্রাম সানফ্লাওয়ার। তারা ভাইকে চেপে পকেটে সানফ্লাওয়ার নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বের হয়েছিল। সোমবার বেলা একটা নাগাদ দুজনকে আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে মামলা শুরু করেছে। সুজিত বর্মনকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে আনে শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ। অন্যদিকে বিপ্লব দাস কে জেল হেফাজতের নির্দেশ দেয় বিচারক।
Alipurduar: মাদক ব্যবসায়ীকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper