১৫ বছরের এক কিশোরীর (Alipurduar) মৃতদেহ উদ্ধার করল শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতাল থেকে সোমবার বিকেল সাড়ে তিনটা নাগাদ। পুলিশ সূত্রে জানা গেছে কিশোরীর নাম বর্ষা দেবনাথ তার বাড়ি মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের মহাকাল ধাম সংলগ্ন কালীমন্দির এলাকায়। সোমবার তার মা যখন গ্রাম পঞ্চায়েত দফতরে গিয়েছেন ব্যক্তিগত কাজে ঠিক তখন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার ছোট বোন তার ঘরেই। এরপরেই প্রতিবেশীরা ঝুলন্ত অবস্থায় তাকে নামিয়ে যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রতিবেশীদের সূত্রে জানা গেছে তার বাবা কোকরাঝাড়ে রংয়ের কাজ করেন। বাড়িতে তার মা মেয়েকে পড়াশুনা নিয়ে বকা দিয়েছিলেন। মৃত্যুর খবর শুনেই শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ এসে মৃতদেহ তাদের হেফাজতে নেয়। মঙ্গলবার মৃতদেহের ময়না তদন্ত হবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু করেছে পুলিশ।
Alipurduar: মায়ের বকুনি খেয়ে আত্মহত্যা কিশোরীর
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper