মধ্য পারোকাটা (Alipurduar) এলাকা থেকে শিকার করে মারা বেশ কিছু পাখি উদ্ধার করে কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের কর্মীরা এমনটাই জানা গেছে বিশেষ সূত্রে বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ। পরিবেশ প্রেমী সংস্থার সদস্যের নজরে পাখি মারা দৃশ্য আসার পরেই বিষয়টি তিনি বনদপ্তরের কর্মকর্তাদের জানান। ঘটনাস্থলে ছুটে আসেন বনদপ্তরের কর্মকর্তারা। উদ্ধার করা হয়েছে বেশ কিছু মৃত পাখি সহ পাখি মারার সরঞ্জাম। তবে কাউকে গ্রেফতার করতে পারিনি বনদপ্তরের কর্মীরা। তবে পাখি মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করার দাবী উঠেছে পরিবেশ প্রেমী সংস্থার পক্ষ থেকে। জানা গেছে নীলকন্ঠী বসন্ত বৌরি ময়না ঘুঘু কোকিল সহ বিভিন্ন প্রজাতির পাখি মেরে পালক খসিয়ে ফেলেছিলেন শিকারীরা। যদিও মৃত পাখিগুলো উদ্ধার করেছে বনদপ্তরের কর্মীরা।
Alipurduar: মধ্য পারোকাটা থেকে উদ্ধার বেশ কিছু প্রজাতির মৃত পাখি
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার