শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

Alipurduar: নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে হাফ ম্যারাথন ডুয়ার্স রান ২০২৫

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে হাফ ম্যারাথন ডুয়ার্স রান ২০২৫নেশামুক্ত ও স্বাস্থ্য সচেতন (Alipurduar) সমাজ গড়ার লক্ষ্যে রবিবার আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত হয় হাফ ম্যারাথন ডুয়ার্স রান ২০২৫।জানা গেছে এই প্রতিযগিতায় পাঁচ কিলোমিটার,দশ কিলোমিটার ও একুশ কিলোমিটার এই তিনটি বিভাগে জেলার সবকটি থানা এলাকা থেকে পুরুষ এবং মহিলা মিলে এক হাজারের বেশী প্রতিযোগী অংশ গ্রহন করে। বরিষ্ঠ নাগরিকদের জন্য ছিলো দশ কিলোমিটার হাটা প্রতিযোগিতা। তিনটি বিভাগেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। এদিন সকালে প্রতিযোগিতা শুরু হয় আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড থেকে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার এর জেলাশাসক আর বিমলা, আলিপুরদুয়ার এর বিধায়ক সুমন কাঞ্জিলাল, জেলা পুলিশ সুপার খন্ডবাহলে উমেশ গণপত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন। জেলা পুলিশ সুপার জানান মাদক মুক্ত সমাজ গঠন, সুস্বাস্থ্যের জন্য দৌড় ও সেফ ড্রাইভ সেভ লাইফ বিষয়ে সচেতনতার প্রচারের লক্ষ্যে এবার এই প্রতিযোগিতা দ্বিতীয় বর্ষে পড়লো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।