আলিপুরদুয়ার জেলা পুলিশের ফালাকাটা থানার পুলিশ (Alipurduar) গোপন সুত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে শুক্রবার থানা এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে। আটক ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হয় আট হাজার চারশো ছিয়ান্নব্বইটি নিষিদ্ধ মাদক ট্যাবলেট। পুলিশ আটক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার করা ট্যাবলেট গুলি স্পাজমো প্রক্সিভিন। ধৃত পাচারের উদ্দ্যেশ্যে এত পরিমান নিষিদ্ধ মাদক ট্যাবলেট বহন করছিলো।পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
Alipurduar: নিষিদ্ধ মাদক ট্যাবলেট সহ গ্রেপ্তার এক
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার