আলিপুরদুয়ার (Alipurduar) জেলার কুমারগ্রাম ব্লকে কয়েকটি নব নির্মিত অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করলেন কুমারগ্রামের বিডিও রজত কুমার বলিদা। বুধবার তিনি কুমারগ্রামের চেংমারি গ্রাম পঞ্চায়েতের বড় দলদলি ও শিববাড়ি,ভল্কা বারোবিশা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বারোবিশা বটতলা, খোয়াড়ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পূর্বনারারথলি, কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতের কুলকুলিহাট ও এন কে এস গ্রাম পঞ্চায়েতের সংকোশ বন বস্তির অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলি পরিদর্শন করে জানান নব নির্মিত কেন্দ্রগুলিতে শিশুদের পঠনপাঠনের উপযোগী পরিবেশের পাশাপাশি মায়েদের বসার ব্যবস্থা রাখআ হয়েছে। ধীরে ধীরে ব্লকের প্রতিটি কেন্দ্র এভাবে নির্মান করা হবে বলেও তিনি জানান।
Alipurduar: নির্মিত কয়েকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করলেন বিডিও
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার