এক নবজাত শিশুর (Alipurduar) দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের গুদামডাবরী এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গুদামডাবরী সংলগ্ন বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে কেউ বা কারা প্লাস্টিকে মোড়া শিশুটির দেহ ফেলে দেয়।এরপর শুক্রবার সকালে কুকুর মুখে করে সেই দেহটি সড়কে নিয়ে আসলে স্থানীয় বাসিন্দাদের চোখে পরে বিষয়টি। কুকুরের কামড়ে দেহটির বেশ কিছু অংশ ছিন্নভিন্নও হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে শিশুটির মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে হাঁসি মারা ফাঁড়ির পুলিশ।
Alipurduar: নবজাত শিশুর দেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper