Breaking News

Alipurduar: নিষিদ্ধ মাদক ক্যাপসুল সহ গ্রেপ্তার এক

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: নিষিদ্ধ মাদক ক্যাপসুল সহ গ্রেপ্তার এক ” Say No To Drugs ” এই স্লোগানকে সামনে রেখে (Alipurduar) আলিপুরদুয়ার জেলা পুলিশ নেশামুক্ত আলিপুরদুয়ার জেলা গঠনের যে উদ্যোগ গ্রহন করেছে সেই লক্ষ্যে ফের সাফল্য অর্জন করলো পুলিশ। আলিপুরদুয়ার জেলা পুলিশের অধীন জয়গাঁ থানার পুলিশ কর্মীরা বৃহস্পতিবার বিকালে আট হাজার পাঁচশোটি নিষিদ্ধ মাদক স্পাজমো প্রক্সিভন ক্যাপসূল সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদক ক্যাপসুল সহ ঐ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের অনুমান এত পরিমাণ মাদক পাচারের উদ্দ্যেশ্যে মজুত করেছিলো ধৃত ব্যক্তি। তদন্তের স্বার্থে ধৃতের নাম গোপন রেখেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে মাদক বিরোধী আইনের নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে নেশামুক্ত আলিপুরদুয়ার জেলা গঠনের লক্ষ্যে মাদক বিক্রেতা ও মাদক পাচার কারবারি দের বিরুদ্ধে তাদের অভিযান নিয়মিত চলবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।