Breaking News

Alipurduar: পাকা সেতুর দাবিতে জেলাশাসক ও জেলাপরিষদের দ্বারস্থ বাসিন্দারা

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: পাকা সেতুর দাবিতে জেলাশাসক ও জেলাপরিষদের দ্বারস্থ বাসিন্দারাআলিপুরদুয়ার (Alipurduar) জেলার ফালাকাটা ব্লকের দেওগাও এক নম্ব্র গ্রাম পঞ্চায়েত ও জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মাঝখানে মুজনাই নদীর ওপর নিয়াসার ঘাটে একটি পাকা সেতু নির্মানের জন্য দুই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন কিন্তু তাদের দাবি পূরণ হয়নি। বাসিন্দারা জানান বাম ফ্রন্টের আমলে এলাকার বিধায়ক তথা মন্ত্রী যোগেশ চন্দ্র বর্মন,পরবর্তীতে তৃণমূল এর বিধায়ক প্রয়াত অনিল অধিকারী ও বর্তমানে এলাকার বিজেপি বিধায়ক দীপক বর্মন সকলের কাছেই তারা সেতুর দাবি জানিয়েছেন। আজ পর্যন্ত তাদের দাবি পূরন হয়নি। এজন্যে দুই পঞ্চায়েতের বাসিন্দারা শনিবার আলিপুরদুয়ার এর জেলাশাসক ও আলিপুরদুয়ার জেলা পরিষদের দ্বারস্থ হয়ে পাকা সেতু নির্মানের দাবি জানিয়েছেন। বাসিন্দারা আরও জানান নিয়াসার ঘাটে মুজনাই নদীর ওপর বাঁশের তৈরি একটা অস্থায়ী সাঁকো গ্রাম পঞ্চায়েত এর থেকে নির্মান করে দেওয়া হয় শুখা মরশুমে। বর্ষার সময় জলের তোড়ে বাঁশের সাঁকো ভেসে গেলে তাদের বারো কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয়। পাকা সেতু না থাকায় স্কুল কলেজ পড়ুয়া, সাধারন মানুষ থেকে গুরুতর অসুস্থদের যাতায়াতের সমস্যা হয়। ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায় জানান এতবড়ো সেতু নির্মান এর জন্য আর্থিক সঙ্গতি পঞ্চায়েত সমিতির নেই। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সেতু নির্মানের বিষয়টি জেলা প্রশাসন ও জেলা পরিষদকে জানানো হবে ও দ্রুত যাতে সরকারি ব্যবস্থাপনায় সেতুটি নির্মিত হয় সে ব্যাপারে পঞ্চায়েত সমিতি উদ্যোগী হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।