অসম বাংলা সীমানার (Alipurduar) ভাঙ্গাপাকড়িতে মঙ্গলবার রাতে একত্রিশ \সি জাতীয় সড়কে পুলিশের নাকা চেকিংএ উদ্ধার হলো ত্রিশ কেজি গাঁজা। গুয়াহাটি থেকে এই গাঁজা পাচারের উদ্দ্যেশ্যে ট্রাকে বোঝাই অন্য মালের নীচে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিলো। গ্রেপ্তার করা হয় ট্রাক চালককে। পুলিশ সূত্রে জানা গেছে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে সমগ্র তল্লাশি সহ গাঁজা উদ্ধারের ঘটনাটি ভিডিও রেকর্ড করা হয়। ধৃত চালকের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে তাকে বুধবার আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠানো হবে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
Alipurduar: পুলিশের নাকা চেকিংএ উদ্ধার ত্রিশ কেজি গাঁজা, গ্রেপ্তার এক
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার